এই শহরই ছিল স্বপ্নময়,একদিন তাই
আশার বীজ বুনেছিলাম;আজ সেই
সভ্যতার কাঁচ ভাঙে,অ-যোগে হয়
অভিশপ্ত।
রোদচশমায় ঢাকে শহরের চোখ
চারদিকে আবছা অন্ধকার ঘনায়,
দৈনিকের পাতায় নিয়মিত ছাপা
বিবিধ খবর সব ঘুণ ধরায় বাঁচার
ইচ্ছায়।
সেই আমি,
জিজীবিষু এক পরাস্ত গাণিতিক
ক্ষণে ক্ষণে সমীকরণে করি ভুল,
আমাদের সময় নষ্ট করা চলেনা
কাজেই,'মেলাবেন তিনি মেলাবেন'-
এই উক্তির ভরসায় বেঁচে থাকি
আজন্মকাল।।