রোজই কিছু কিছু ইচ্ছে মরে অযত্নে
অনিচ্ছা সত্ত্বেও কিছু হয় নির্বাসিত।
না স্বেচ্ছায় নয়,ওরা বাধ্য হয়;
বিনা চিকিৎসায়-স্মৃতির অসুখে ভুগে
যখন ক্লান্ত,তখন ওদের স্বইচ্ছায়
হত্যা করি।
ইচ্ছা মৃত্যুতে বিবর্ণ হই প্রতিদিন,
বুকের ফাইলে জমে থাকা অগুনতি
ওরা পড়ে থাকে অপেক্ষার অসুখে।
নিরপেক্ষ ঘড়ি মনে করিয়ে দেয়
সময় বড় কম,কাজ যে প্রচুর।
এটাই,ঠিক এটাই প্রকৃত সময় হয়ে ওঠে
ইচ্ছে হননের।
প্রতিকূল হাওয়ায় আমারও ইচ্ছামৃত্যু ঘটে
সময়ের বিরোধী চক্রান্তে।।