আমি আজও স্পষ্ট শুনি বিপ্লবের চিৎকার
খুঁজে ফিরি মৃতের ভিড়ে নিজের লাশ,
আগে তো মরেছি বহুজনমে বহুবার
ডেকে চলে যায় নিঃশব্দে সে বাতাস।
এখন তুমি মারতে পারো আমায়
আমি অন্ধকার হাতে নিয়ে বসেছি,
চারদিকে ইস্পাত সম দানবীয় হাত
ওরা আমার স্বপ্নের খুনি-আমি চিনেছি।
সোনালী অসুখ চোখ বেয়ে ঝরে পড়ে
আমি কুড়িয়ে নিই,ওগুলো আমার সঞ্চয়,
মৃত স্বপ্নের রক্ত যতই ভরো গ্লাসে
স্বপ্ন দেখা কী কারোর কখনো শেষ হয়?
তোমার মশাল আগুন থেকে আমি
একটা প্রদীপ জ্বালিয়ে নিতে পারি,
যদি দমকা হাওয়ায় নিভাতে চাও সে দীপ
সেই আগুনে হাত পুড়িয়েও দিতে পারি।।