আমার চেনা এক শহর আছে
যার শরীরে অলিগলি শিরার মতো
সাজানো;সেই শিরায় কোথাও
রোদ ঝলমলে আকাশের ছোঁয়া,
আবার কোথাও বৃষ্টির জল বইছে ।
তার মধ্যেই কিছু গলি অনাবিল
যেখানে উঁচু দালানের কার্নিশ বেয়ে
ঝরে জলের ফোয়ারা ;তাতে ভেজে,
ভিজে দাঁড়িয়ে থাকে এলোচুল,
সস্তার রঙে রাঙানো রঙিন
সব লক্ষ্মীরা ।
ওদের পুজো হয় না তবে
বিসর্জন হয় প্রতি রাতেই ।
ওরাও ধনং দেহী, যশ দেহী-
যারা ওদের গড়ে তাদের
রোজকার লক্ষ্মী ।
প্রতি রাতই ওদের কোজাগরী ।
বয়স যতই হোক না কেন
অন্ধকারে ওরা রাত জেগে
আলো দেয়, নির্মাতাকে
ধন দেয়, সুখও দেয় পুজো ছাড়াই ।
আমার চেনা শহরে, সাজানো কিছু
শিরার মতো গলিতে এভাবেই,
এভাবেই বেঁচে থাকে
আমার চেনা লক্ষ্মীরা ।।