খুঁজোনা আর
============

দুদিন ধরে খুঁজছি তোমায়
এই,
তুমি কোথায় আছো?
বললে পরে রাগবে না তো -
তোমার মনের একটি কোনে,
যেখানে বারোমাস শ্রাবণ - ফাগুন
একসাথে দিন গোনে ।
আচ্ছা,এর আগে কোথায় ছিলে ?
আমি?
জলে, স্থলে,আকাশে,কারও মনে,কারও চোখে,কারও জীবনে,কারও ইচ্ছেয় ,কারও আব্দারে অথবা কারও অভ্যাসে
কিংবা ব্যবহৃত আসবাবে অথবা তিরস্কারে।
কেমন ছিলে তুমি তখন ?
একলা পাগল নদীর মতন
ইচ্ছে মতন ঢেউ গুনতাম,পাখিদের গান শুনতাম
মাঝে মাঝে আকাশ দেখে লজ্জা পেতাম ।
কেন জান ?
ওকে আমি ভালবাসতাম।
এখন কোথায় তোমার আকাশ?
আছে তো -
রোজই দেখি, দুর থেকে ভালওবাসি
ছুঁতে গেলেই হারিয়ে ফেলি
দূরত্বটা অনেক কিনা !
কেন ?তুমি শোননি ?
কোনও দিকে কোনও ভাবেই
আকাশ - নদীর মিল হয় না
সবাই বলে -
"অলক্ষুনে এসব প্রেমের নাকি মরণ হয় না"।