তোমার চোখে
              আমার ভ্রমন

    বর্ণালী দাস করণ
********************

চলেছ তুমি নিরুদ্দেশে ,
আঁকাবাঁকা ঐ পথ ধরে ।
পাহাড়ের ওই গা দিয়ে,
ভ্রমন করতে ভিন দেশে।

চা বাগানের পাশ দিয়ে ,
যখন গাড়ি চলে।
ঝরনা ঝরে পাহাড় বেয়ে ,
চোখ জুড়িয়ে যায় দেখে ।

যখন বললে আমায় তুমি,
যাচ্ছ তুমি পাহাড়ে বেড়াতে।
পুরনো স্মৃতিগুলো মন ছুয়ে যায়,
আমার তখন এখানে তে।


যাইনি তোমার সঙ্গে আমি,
মনে হয় রয়েছি তোমার সাথে।
তোমার চোখে আমাকে তুমি,
দৃশ্য ভ্রমণ প্রীতির পথে ।

সঙ্গে ছিল অনেক সাথী,
মন ভরেনি কেন ?
বারে বারে আমায় ডেকে,
মনে করলে কেনো?

সঙ্গে তোমার নেই বলে কি?
বুঝিয়ে দিলে রয়েছি সাথে ।
এমনি করেই থেকো তুমি,
চিরদিন আমার পাশে।