++++সুখের নীড়++++
--বর্ণালী দাস করণ --


দোয়েল পাখি, চড়াই পাখি,
করে কিচির মিচির।
সকাল থেকে সন্ধ্যা বেলা,
কতই শুরে হাজির।

বুলবুলি তে ফুরুত ফুরুত ,
এদিক সেদিক ওড়ে ।
দোয়েল এসে শিষ দেয়,
মিষ্টি মধুর শুরে।

বকুল গাছে বেঁধেছে বাসা ,
নানান জাতের পাখি ।
সারা রাতেও জেগে থাকে,
করে শুধু চেঁচামেচি।

রাতে যখন ঘুম ভাঙ্গে,
নানান রকম শুর।
নিঃশব্দ নিঝুম রাত্রি তখন ,
শোনায় আরো মধুর।

ভোরের আলো শুরু হলে,
উড়ে চলে দেশান্তরে।
ডানা দুটি মেলে বেড়ায়,
খাবারের একটু সন্ধানে।

আপন সুখে বানিয়েছে বাসা ,
একটু সুখের সন্ধান,।
নব প্রজন্মের আশার আলো,
সুন্দর সৃষ্টির বন্ধন।