স্মৃতির ক্যানভাসে
বর্ণালী দাস করণ


হঠাৎ দেখি সূর্য ওঠার ভোরে,
স্নানে ভেজা  পাতা।
কাটলো আঁধার ডাকছে পাখি,
খুললাম কবিতার খাতা।

স্বপ্ন দেখি ভোরের আকাশে,
প্রজাপতি মেললো ডানা।
কলম ধরি মনের পাতায় ,
হারাতে নেই মানা।

সূর্য তখন ডোবার শেষে,
গোধূলি রং ছড়িয়ে।
আঁচল ছায়ায় গাছের পাতা ,
নিজেদের দেয় রাঙিয়ে।

দোদুল দোলায় দুলছে নদী,
জোয়ার ভাঁটা খেলে।
স্মৃতির পাতায় পড়ছে পলি,
চোখ ভর্তি জলে।

এলো চুলে দক্ষিণ হাওয়ায়,
বাতাসে চুল উড়িয়ে।
কিচির মিচির  চড়াই সেথায়,
মনটা দেয় হারিয়ে।

কাজল পরে ভোমরার দল
ভাসিয়ে খুশির ভেলা,
ফুল ছড়িয়ে ভূমির উপর
বকুল ফুলের মেলা।