********
অপেক্ষার প্রহর গুনছি,
সময় বহে যায়।
বছর যায় আবার নতুন বছর
অপেক্ষা শুধু হার মানায় ।

বুনেছি বীজ স্বপ্নের আঙ্গিনায়
ফুটবে কবে অঙ্কুর ?
অপেক্ষা প্রস্ফুটিত হাওয়া ,
ফুটবে আশার মুকুল।

দগ্ধ জীবনের ঘায়ের জ্বলন,
নিরাময়ের শান্তির লেপন
একটু একটু করে দিয়েছি মলম,
স্বস্তি পেতে চায় জীবন ।

গ্রীষ্মের দাবদহে বুক ফাটা আর্তনাদ
বৃষ্টির অপেক্ষায় কাটছে দিন,
অবশেষে এক পশলা বৃষ্টি
পৃথিবীটা প্রাণ পায় থেকে যায় ঋণ।

নারী চায় মাতৃত্বের স্বাদ
অধীর আগ্রহে পথ চেয়ে থাকা,
কোল আলো করে নতুন প্রজন্ম
ভুলে যাব মাতৃতের যন্ত্রণার কথা।

কষ্টের জীবন আশার প্রদীপে
একটু আশার আলো।
রজনীর অন্তিম প্রহরের ধ্রুবতারা
স্বচ্ছ দিনের সূর্যের কিরণ মেলায় কালো।