সেদিন বিশ্বাস করে ছিলাম ।
ভরসা করেছিলাম নিজের মতো,
উজার করে দিয়েছিলাম
তিল তিল করে গড়ে ওঠা সাজানো ইমারত।
আমার স্বপ্নের ইমারতে ছিল বিশ্বাস
সাজিয়ে ছিলাম অনেক যত্ন করে।
আজ আর আমার আমারই নেই,
বেদখল হয়ে গিয়েছে সাজানো স্বপ্ন।
শীত এক বার আসে না
ঘুরে ঘুরে আসে প্রকৃতিতে,
চৈত্রের খোলা আকাশে
হালকা ছোঁয়া হিমেল পরশে।
মুটির মানুষ ভেবে রেখে ছিলাম হৃদয়ে
আশার ভূমিতে নরর্দমার পরিপূর্ণ,
বিশ্বাসটা ডুকরে ডুকরে ভাঙ্গছে
স্বার্থপর মানুষের আবেগের বশে।
মিত্রতার আড়ালে বিশ্বাস ঘাতকতা
দায়িত্বের আড়ালে স্বার্থের আনাগোনা,
সুন্দর মনের মাঝে বিষাক্ত গরল
ভালোবাসার আড়ালে ষড়যন্ত্র ।
আমি দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ।
অর্থের বল নেই, স্বপ্নটা আছে।
মান, সন্মান , বিশ্বাস, ভালোবাসা আছে।
ঈশ্বর আছেন অপেক্ষায় রইলাম।