নিজের
বর্ণালী দাস করণ
***************************
জীবনে যা কিছু করো না কেনো,
সব যেনো বৃথা।
সবার খেত্রে একিই হয় না,
মিথ্যে মায়া ভরা।
হয় তো তোমার কিছুই নেই,
আছে বেঁচে থাকা।
যতই বলো আমার আমার,
মিথ্যে জালে বাঁধা।
এসেছো তুমি খালি হাতে,
যাবে খালি হাতে।
দুদিনের রঙ্গ মঞ্চে অভিনয়,
এই জীবনে থাকবে।
থাকবে শুধু সুখ,দুঃখ,ভালোবাসা,
খেলনা বাটির খেলা।
মানিয়ে নিলে ভালো মানুষ,
না মানলে সব জ্বালা।
হাঁসি মুখে করলে বরন,
যত আছে বেদনা।
তুমি যখন পড়বে বিপদে,
দেখবে তখন কে আপনজনা।
কেউ কারোর নয় দুনিয়ায়,
যে জার মত বাঁচি।
উপকার পেলেই তখন দেখবে,
পেছনে লাথ মারি।