মৌসুমী দ্বীপ
       বর্ণালী দাস করণ।


নাই বা হলাম খামের ভেতরে
থাকা কিছু কথার স্মৃতি।
নাই বা হলাম তোমার পত্রলিপি।
হলাম তোমার জীর্ণ খামের ,
জমে থাকা ধুলোর কথা।
আমায় ঘিরে তোমার অনুভূতি।

হয়তো মিছেই হাত ছানি টা
করছে বিশাল ক্ষতি।
বেশ আছি আমার মতোন করে,
ছোট্ট নায়ে উড়িয়েছি পাল
যাবে কোনো এক তীরে।

মায়ায় ভরা মৌসুমী দ্বীপ,
উঠছে একটু জেগে।
সূর্য তখন অস্ত গেছে পাটে,
আমাবশ্যার আঁধার আছে ভেসে।

মায়ায় ভরা চাদর চাপা
হৃদয় দিয়েছি তালা।
মনের কোনে আগুন জ্বলে
পায়না তার দেখা।

একদিন যে হারিয়েছি দিন
পায়ই না খুঁজে তারে।
ফুটে থাকা গোলাপ খানি
আজ যে গেছে ঝোড়ে।

ছোট্ট নীরে প্রদীপ জ্বেলে,
একটু আলোর আশা।
এই তো বেশ আছি,
এটাই আমার চাওয়া।

বুঝবে যেদিন থাকবোনা আমি
হারিয়ে যাবে স্মৃতি।
হলুদ খামের পত্রলিপি,
পাতার ভাঁজে শুঁকনো গোলাপ
আজ ধূলায় লুটোপুটি ।