ঘুমের দেশ
########
বর্ণালী দাস করণ

স্বপ্ন দেখি ঘুমের চোখে ,
আজব সব কল্পনা ।
স্বপ্ন যদিনা দেখো ঘোরে,
ঘুম নয়নে আসবেনা।

আজগুবি সব ভাবনা গুলো,
ঘুমের সাথে ঘোরে,।
ঘুম যদিনা আর ভাঙ্গে,
জীবন শেষ বলে।