ফিরে আসবেনা_____

    ----  বর্ণালী দাস করণ----

ছোটো বেলার কথা খুব,
মনে পড়ে যায়।
চুরি করে চড়ুইভাতি করা,
খুশির বন্যা বয়।

খুঁজে বেড়াই সুখের স্মৃতি,
নেই কোনো তুলনা।
ছোটো ছোটো দুষ্টুমি করে,
আনন্দের বাঁধ ছিলোনা।

কেউ নিয়ে আসবে আলু
আনবে কেউ ডাল।
কেউ আনবে তেল, নুন,
কেউ আনবে চাল।

মাছ,মাংস,ডিম হবেনা
তাতেই আনন্দের বন্যা।
খিচুড়ি হবে ছুটির দিনে,
সবাই রান্না বান্না।

খেলা হবে সবাই মিলে,
লুকোচুরি আর ধাপ্পা।
গানের লড়াই করবো আমরা,
এটাই বড়ো আড্ডা।

কি মজাই হতো সেদিন ,
আজ একঘেয়েমি জীবন।
পড়লে মনে আনন্দের দিনগুলো,
বিষন্নতায় কাটে এখন।