**** দূর স্বপ্নের রাত্রি ****
বর্ণালী দাস করণ
----------------------------
এলে তুমি মনের ঘরে
ভরসায় বাঁধি ঘর,
আলপনায় আঁকি ছবি
ভুলেছি ভয় ডর।
অচিন পুরের দেশে থাকি,
স্বপ্ন দেখি ঘোরে।
বিনিদ্র চোখে আছি শুয়ে
শীতের পরশ মুড়ে।
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখি
নেইতো ছোঁয়ার উপায়,
ঘরের চালে চাঁদের হাসি
আলতো আলোর ভরায়।
ছিলো স্বপ্ন বাঁধবো বাসা
আশার আলো জ্বেলে,
রাত্রির মায়ায় আঁধার এসে,
সবই গেলে ভুলে।
উঠবে ফসল আঙিনা জুড়ে
আশায় বাঁচে চাষা,
এলো বৃষ্টি অকাল মেঘে
হারালো মনের ভাষা।
শান্তির খোঁজে বেছেছি কর্ম,
মিথ্যের জালে জড়িয়ে,
পারবো কি বাঁচতে এই সমাজে ,
অভাব দরজায় দাঁড়িয়ে।