বসন্তের শুরে......

বর্ণালী দাস করণ
****************
মুখে তোমার মধু ঝড়ে,
মিষ্টি হেঁসে বললে কথা।
পলাশ গাছের তলায় বধূ,
কুড়ায় ফুলের মালা।

বসন্তের শুরে কোকিল গায়,
সুর মধুর  মিষ্টি ।
হালকা শিশির ঘাসের উপর,
আমের মুকুল সৃষ্টি।

ঝোড়ে পড়ে কত পাতা,
ঝোড়ে পড়ে ফুল।
পলাশ, শিমূল লাল হয়েছে,
মৌমাছি করে গুন গুন।

হাওয়ায় দোলে সাজনা ফুলে
ঝির ঝির ঝরে পাপড়ি খুলে
সুধার গন্ধে ছন্দে ছন্দে
মৌমাছি নাচে সুরের তালে।

সজনে তলায় রোদের বেলায়
ফুল কুড়ায় আমার বউ।
প্রিয়ার মনে খুশির জোয়ার,
দুয়ারে দাঁড়িয়ে আছে কেউ।

লালে লালে আবির লালে,
খেলবো আজ হোলি।
তোমার মুখে রং মাখাবো,
লাজে বধূর গাল দুটি ।