বিনিদ্র রজনী
বর্ণালী দাস করণ
রাতের রজনী গন্ধায় জীবনের জীর্ণ ছেড়া পাতার জমে থাকা ধুলো
হালকা বাতাসে তোল পাড় করে দিলো।
আজ তোমরা কত খুশি
আজ আমি ও খুব খুশি
আজ নিজেকে বড়ো বেমানান করে দিয়েছি।
অন্যের কাছে প্রিয় হলেও
আপনাদের কাছে অপরিচিত।
রাতের রজনী গন্ধায় ভিজে গেলো নয়ন।
মমতা ময়ী মাতৃ অফুরান্ত খুশি
ভোরে গেলো সর্ব অঙ্গে।
ক্লান্তের নিদ্রা হারিয়ে গেলো
নয়ন থেকে।
ভাবছি শুধু কত ফারাক,কত ফারাক আমার খেত্রে......।
তোমাদের কাছে আমি পেয়েছি শুধু পদবী।
তোমাদের কাছে আমার পাওয়া শ্রেষ্ট উপহার।
আকাশের দিকে রয়েছি তাকিয়ে
নয়নের নিদ্রা কে যেনো উড়িয়ে দিয়েছে।
জীবনের ছেড়া পাতার জীর্ণ অনুভূতি।
খুব সামান্য চাওয়ায় বঞ্চিত
আর চাই না কারোর কাছে।
জীবন কে বলেছি থাকনা তোর মতো।
ইচ্ছে, আশা,আকাঙ্খা,ত্যগ করে যদি বাঁচতে পারো বাঁচো।
সেই ভাবেই চলেছি পথ।
দূর থেকে দূরে আরো অনেক দূরে চলে যাবো।
দিয়েছে দূরে সরিয়ে
তাই নিজে কে নিয়েছি আরো দূরে সরিয়ে।
থাকনা সবাই আপন খুশির মোড়কে.............।