আমি নিশ্য
বর্ণালী দাস করণ
___________________
স্মৃতির ঘরেতে রেখেছি ধোরে
চলার পথের দৃশ্য।
হিসাব করিনি কোনোদিন কিছু,
আজ আমি নিশ্য।
স্বান্তনা দিই বৃথা আশায়,
দেবার মত নেই।
আছে শুধু হৃদয়টা দেহে,
প্রানে বাঁচি তাই।
আপন বলে রেখেছি কাছে,
শুধু হৃদয়টা মিলবে।
আসবাব পত্র যাকিছু ছিলো,
সব দিয়েছি বিলায়ে।
সম্পর্কের টানে ব্যবধান এনেছে,
ওঠা পড়া জীবন।
সুখের গায়ে অনেক কাঁটা,
নিঃশর্ত দাবি সেদিন।
রক্তে রঞ্জিত ভরেছে দুহাত
তবুও স্বান্তনার ডালা।
উজ্জ্বল হাঁসি মুখে পুলকিত
নেই কাহারও জানা।
অল্পেতেই অতি তুষ্ট তুমি
তাতেই অসন্তুষ্ট মনে।
হারায় হৃদয় অনলে কাঁদে
স্বপ্নের স্রোতে টানে।