আমি সমুদ্রে দাঁড়িয়ে,
অবিরত ভালবাসায় আমার পদযুগল
সলিলধারার চুম্বনে আবিষ্ট,
কি অসাধারণ ভালবাসা
নিঃস্বার্থ অবলীলায় ধুয়ে যায়
জগতের অবান্চিত ধুলা।
ভাল লাগে ভাবতে,
আমি কি ভালবাসা পাচ্ছি
না সমুদ্রের আমার কাছে
বারবার আর্শীবাদ চাওয়া।
উচ্ছলে উচ্ছলে এসে
পদয়ুগলে বিনয় প্রণাম করা।
হতেও পারে,
আমি স্রষ্টার শ্রেষ্ট জীব
সমুদ্রের বিশালতা সেই
মনোরথে হয়তো নির্জীব।
আমার কাব্যে, সমুদ্রের নিকুণ প্রশ্বাস
তাপিত প্রেম যেখানে মনোহারী বয়ান।
আজ আমারে কর স্নাত, তোমার এঁটো সোহাগে
ওগো বারিধি
প্রণাম নাওগো মোর, আছি তব দুয়ারে দাঁড়িয়ে।