হাতে মুঠো ভরা বালি
এক সেকেন্ড, দুই সেকেন্ড
চোখের নিমিষে শূণ্যতা, মুঠো খালি।
ঘড়ির কাটা আর আমি
সময় বরাবরই তোমার জীত,
তুমি ভালবাসো বয়ে চলা
মসৃণ-অমসৃণতায় তোমার নেই অবহেলা
আমার ভাল লাগে কথা বলা
জনপ্রিয় গান বেসুরে গাওয়া,
একই চায়ের কাপে একাধিক চুমুক
আমি অবেলার এক উদ্দেশ্যহীন ভাবুক।
ভালবাসা যখন জীবনে বর্তমান
তোমার আর্শীবাদ আনে
সুখের বর্তান।
তুমি কেন ছাঁড়োনা আমায়
যারা তোমার অনুগ্রাহী যাওগো সেথায়.......
আমি আছি সমুদ্রের কাছে
কখনো ঢেউ আমার মুখে
কখনো বা খেলে আমারই কোলে।
ওরাও আমার মত উদ্দেশ্যহীন
ক্ষাণিকবাদে হবে অনুভূতিহীন,
গ্রাস করবে আমার দেহ, মন সেতো অপ্রকৃতিস্থ।
তোমার নিপীড়নে দেয়ায় আসে
মেঘের আলাপন,
আমার জীবনে এখন অমাবস্যার শশাঙ্ক
দেহের অন্তঃস্থল শূণ্যতায় সিক্ত।
আমি ক্লান্ত,
আমার অস্ত্বিত্ব অন্তরিত
সময়, তুমি বড়ই অপরিচিত................