বর্ষার ভেজা স্পর্শ
যেন জলকেলির ছোঁয়া,
লাজের নিটোল চাঁদোয়ায়
মেঘ খোঁজে বাদলের মায়া।
নিরলস ঝরে যায় বর্ষনধারা
কখনো চুপিসারে
কখনো ঝড়ের আভা।
বিরহীনি তুমি আর কেঁদোনা
বুকের গহন অন্দরে
শুধু তোমারই আনাগোনা।
ভালোবাসো যদি আঁকড়ে রাখোনা
মেঘাড়ম্বরে কম্পিত হিয়া,
তমঃ আলিঙ্গনে বর্ষাকে পাওয়া
তোমাতে আমি, আর অবিরল ধারা।