আমার সর্বাঙ্গে গোলাপের সুবাস
আতর বলে ভয় পেওনা,
তোমার জন্যে জন্ম আবার
মৃত আমি, মিছে ছলনা।
পৃথিবীর কাছে ছিল অল্প চাওয়া
ছোট্ট ঘরে তৃপ্ত দুটি কায়া,
সুখে-দুখে থাকবো পাশে
ভালোবাসা রবে বতর্মান
শেষের অনিয়মিত নিশ্বাসে।
স্বচ্ছ কাঁচের দীঘির জলে
চাঁদের ভেজা মায়ার খেলা,
নিস্তব্ধ রাতের কোলে
জোনাকীর নিলীন আলোর ভেলা,
মন হলো চন্ঞল
অস্থির আচরণে তম, দৃষ্টি বিহ্বল।
পলকেই মিলন স্বপ্ন তন্দ্রাবেশে
দেহাবসান নিতল জলে
নিকরুণ অভিশাপে।
অমূলক এই ভালোবাসা
আজ কষ্টে কেঁদে কয়,
কৈফিয়ত চাও,কখনো কি
হ্রদয় পাইনি পরিচয়!