তুমি বলো,
ভালোবাসবো চাঁদের নরম আভায়
শুধু তুমি আর আমি
আদরের বন্যায়,
আমার আকাশে চেয়ে দেখ
বছর অবধি সেথায়
অবরোধ অমাবস্যার।

বিরহের কুয়াশায়
শিথিল দেহে শ্বাসের আলাপন
আমার আকাশের ক্যানভাসে
কঠোর, কটু বিবর্ণ ক্রন্দন।
ভালোবাসবো তোমায়
যখন জানবো ভালোবাসা
কিভাবে হয়।

মেঘেদের সাথে আঁড়ি আমার
চাঁদের প্রতিবেশী বলে
অকুন্ঠ আলো চুরী করে নেয়,
বৈরী আমি অম্বর মাতার
তোমাতে হিয়া অবহেলিত নয়।


ও চাঁদ আমার,
মেঘজাল ভেদ করে
আমায় ভালোবাসা শেখাও।