না হয় আরও একবার বলো ভালোবাসো
বারবার শুনতে ইচ্ছে হয়,
কিছু অবিরত কোলাহল
আমার কর্ণপাতে শিকল পরায়।
ভালোবাসার উপস্থিতি স্নায়ুর গোঁড়ায়
নিদ্রামগ্ন চোখেও যেন স্বপ্ন মূর্ছায়,
নীলাম্বরী নিরবতার আদর
গহীণ অরণ্যের জড়তায়,
আমার অস্তিত্বের পরিচয়
একাকিত্বের পাখি গেয়ে যায়।
ভালোবাসো শুধু আমায়
গতকালের চেয়ে একটু বেশী,
রাতের অবিশ্রাম্ত কান্না মুছে
চোখে আমার রবির হাসি।
তোমার ঠোঁটের আঁকাবাঁকা রেখায়
ভালবাসি, যেন এক মোহ রাঙায়
শুধু আরেকবার বলো
ভালোবাসো আমায়।