আমার চারধারে লাবণ্য
শশাঙ্কের ইষৎ ছোঁয়ায়
ধরণী প্লাবিত।
নীস্তব্ধতার কঠোরতা
যেন আঁখিপল্লবে শত্রু,
বিগলিত জোছনার মায়ায়
আসে বিরহের সুত্র।
একাকিনী হ্রৎপিন্ডে রহিত অশ্রু
যেন থেমে থেমে জেগে উঠা
বিক্ষিপ্ত ভূমিকম্প।
উদভ্রান্ত ধমনিজালে
ক্রোধের তামাচা,
মস্তিষ্কে করাঘাত
অগণিত ব্যথা।
জোছনার প্রয়াণ
অন্ধকারাচ্ছন্ন রাত্রি,
অচেতন ভেলায় ভাসে
বিবসন অনুভূতি।