ছোট্ট ছোট্ট কথা
চৈতি ব্যাকুলতা
ছোট্ট ছোট্ট রেখা
বেহাল দুর্বলতা।
ছোট্ট ছোট্ট ব্যাথ্যা
নিয়ে যায় সুখ
ছোট্ট ছোট্ট আশা
ভরে দেয় বুক।
ছোট্ট ছোট্ট মেঘ
ভেসে যায় দূর
ছোট্ট ছোট্ট স্বপ্ন
গেঁথে যায় সুর।
একটু শুধু ছোঁয়া
মিথ্যে জালের মায়া
তৃপ্ত হয় অস্হি-মজ্জা
বিকলাঙ্গ কায়া।