নদীর ঠিক মাঝখানে, সরু এক নৌকা
নৌকায় দু’টো প্রাণ
তুমি আর আমি,
আড়চোখে তাকিয়ে দেখি
পশ্চিমে এক ফালি চাঁদ
আমার কোলে মাথা রেখে
তুমি গভীর ঘুমে
কি সুন্দর তোমার মুখখানি।
নৌকার গা ঘেঁষে একটা শাপলা ফুল
ফুলের মুখটা এখনো খোলা
রাতের মিষ্টি বাতাস
ছুঁয়ে যাচ্ছে তার আদল।
ফুলের গা ঘেঁষে পরগাছার আকঁড়া
নৌকার চারিধারেও
যেন তাদেরই আনাগোনা।
অনেক অনুরোধে আজ
তোমার এই ক্ষণ পাওয়া
অকারণে কপাল চুমে তাই
আবেগে আবিষ্ট হওয়া।
আমার মা’র মনটা সরল
তবু তোমাতেই ছিলো সকল অপসরণ,
আমিতো নিরুপায়
হারিয়েছি হৃদয় তোমারই মোহনায়।
এখন চারপাশটা ঘোলাটে
অসংখ্য মুখোশ দুষিত মোড়কে।
তম ঘুমন্ত চোখের কোলে
তামসী জলের ফোঁটা
আমার আঁচল ভেজা
নেই কোন ইতিকথা।
পাটাতনের ছিপি খুলে দিতেই
জল ছোঁয় পায়ের পাতা
আকাশের চাঁদের আদরে
তোমার পাশে আমার নিম শয্যা।