ওরে শোন, ঘরে ফের এখন
বুকের মধ্যিখানে তান্ডব নাচন
চারিপাশে ঢোল কিসের মাতম
ঘরে আয় জাদু
মায়ের রতন।
পশ্চিমে আগুন পূবে পবণ
লাল-নীল আভায়
দেহাত মরণ,
অজ্ঞাত শত পদচরণ
আধিভৌতিক দ্বেষ মন্থন।
স্নায়ুক্লান্ত কায়ায় স্ফুলিঙ্গের নাচ
লোলিত নয়নে বিষম রাগ
সকল রুপ শোভন আমার
খোকা তুই বীর সোপান।
দৃঢ় মন মোর কম্পিত ধরে
বুকে সাহস, নয়নে অশ্রুঝরে
কপাল চুমিয়া বিদায় চাহিলে
মরণোন্মুখে শ্বাস ভরিলে।
দুয়ার খোলা আজ, ফাগুন ফুরায়
আঙিনা শূণ্য বিষাদ ছোঁয়ায়
আঁচল ভরে অসুখী হাওয়ায়
খোকার আশ্ব মর্ম কাঁদায়।