আমি ছুঁয়েছি এক হৃদয়
যেখানে শ্বাসের আসা যাওয়ায়
আমার কুহক আবেশ রয়,
আমি ছুঁয়েছি সেই হৃদয়
যেখানে আমার কান্নার জল
মেঘে গণীভূত হয়,
আমি হারিয়েছি এই হৃদয়
যেখানে অনিশ্চয়তার ছবি
অনুলেপনে উঁকি দেয়,
আমি হারিয়েছি সেই হৃদয়
যেখানে এক অচিনপুরে র
রাজকন্যা স্বপ্ন দেখে যায়,
এই হৃদয় দেয়া-নেওয়ার খেলায়
কখন যেন
আমার চার দেওয়ালে
আটকে গেল একাকীত্বের বিলাপ
এখন অবলীলায়
এখানেই ভাঙ্গে, এখানেই গড়ে
মনমালিন্যের আলাপ,
লটবহরে উত্তরে আসে
বান ভাঙ্গা জল
আঁখির আড়ষ্টে ডুকরে কাঁদে
দেহের সকল পাঁজর,
মন চঙ্চল, অস্থির ক্ষণ
মস্তিষ্কে কারাদণ্ড
তবু, হৃদয় ভরণ
ছুটে যায় মন, ভুলে যায় স্রোত
কোথায় অবহেলা
কেন এই বেদন
শেওলা ভেজা সায়ংকালে
এ ব্যথা আমি আগলে নিলাম
দুই বাহুর কোলে,
আজ নীরবতা হলো দোসর
মনের গহীনে সামলে নিলাম
অসমাপ্ত আড়ম্বর।