দিনটি ছিল রঙীন
খোলা হুটের রিক্সায়
তুমি হাওয়াই মিঠাই হাতে বসে আছো
এলোমেলো কিছু চুল
হাওয়াই মিঠাই ছুঁয়ে তোমায় আদর করছে।
তুমি গভীর কোন চিন্তায় মগ্ন
ভাবতে আমার ভাল লাগে
সে চিন্তারসের নায়ক আমি,
আরও ইচ্ছে হয় ভেবে নিতে
তোমার ভাবনার বিবিধ মোড়কে
আমার আবির্ভাব ভিন্ন আঙ্গিকে।
পড়ন্ত দুপুর, ক্লাস শেষ
ক্ষণিক বাসে ঠিক মাঝ সিটে তুমি
হাতের উচুঁ নিচু রেখার ওপর
তোমার নিটোল চিবুক
দেহ ক্লান্ত অথচ চঙ্চল তোমার চোখ
কি যেন খুঁজছো?
কাঁঠাল গাছটার নীচেই
দাঁড়িয়ে আমি,
হাতে ধরা নাম না জানা খবরের কাগজ
তোমার চোখে চোখ পড়তেই
মন পায় ধুধু লু হাওয়ার ছোঁয়া।
সখি, ভালবাসার নায়ে আমরা
বিরামহীন ভেসে চলেছি
চোখে যে স্বপ্ন এতই স্বচ্ছ
তারে কেন মিছে বলছি।
মন যদি তোমারে দিয়েছি
অহেতুক আমি এত ভাবছি,
আমি যে ভালবাসায় স্নাত হয়েছি................