একটা সাদা কামরা
দুটো অথর্ব কায়া
এক দেহে অসম শ্বাসের আনাগোনা
অন্য দেহে বিচলিত শ্বাসের সাথে
অপেক্ষার তাড়না।
আমি তো ছিলেম দোসর পাখী
চোখের কোল ঘেঁষে
বয়ে গেল অবিরাম বারি
হাতের মুঠোয় হিমাসিক্ত মায়া
শরীর কাঁপিয়ে এলো শব্দহীন
বুকভাঙ্গা অশ্রুর জ্বালা।
চোখ লেগে আসতেই
আজও ছবিটা ঝাপসা দেখায়
ঘটনার পরতে পরতে ছিল
বেদনার সূচনা
মন না চাইতে ও হয়েছি পিশাচ
হারিয়েছি বিবেক, ভুলেছি প্রণয়।
একটু যদি বদলে যেত নিস্যন্দ সেই বেলা
একটু যদি থেমে যেত বিষম তরাস খেলা।