হঠাৎ
খোলা চোখে দেখি এক মেঠো পথ
এখন রাতের মধ্যকোল
অথচ পথে পরে থাকা
প্রতিটি কণা অসাধারণ স্পষ্ট।

বিছানা থেকে মেঠো পথ
জানালার শিকল ভেদ করে
তারার দেশে মিশে গেছে,
কে, কে ওখানে দাঁড়িয়ে
অবিকল সেই ছাঁয়া।

আমি কি ওর কাছে যাবো
সেই রাতেও, সে ছিল কাছে
আমার বুকে উষ্ণতা তার নিশ্বাসে
ক্ষণিকের বিশ্রাম, অতঃপর
ঘন অরণ্যে
হারিয়ে গেল হিংস্রতা আর আর্তমাদ।
আমার কেন এত অস্থির লাগছে
প্রতি নিশ্বাসে বুকে পাথর ভাঙছে।

মনভোলা বাতাস আমায়
বারবার ছুঁয়ে যাচ্ছে
চাঁদ, তার আর বাতাসের সোহাগী
গল্পের কিয়দংশ শোনাচ্ছে.
অনেক দূঁরে একটা তারা
আমায় দেখছে
শুধুই কাঁদছে.............