যখন আঁচল খসে স্বপ্নের চাদরে
মাতাল হাওয়ার বেওয়ারিশ সাজে
বল, আমার লজ্জার লুকোচুরী খেলার
প্রয়োজন কি আছে?

যখন তোমার আদর ছুঁয়ে যায়
আমার এলোমেলো শরীরে
খেয়ালী ভাবনার আয়নায়
তখন সূর্য্য হাসে;

শুকনো পাতার মরমর শব্দ
ঢেকে রাখে আমার বিচলিত রক্ত
আমি ধরে রাখতে চাই প্রতিটি ক্ষণ
বিষময় সেই নেশা দেয়
তৃপ্তির রোদন।
তোমার
নিঃশ্বাসে ছিল স্ফুলিঙ্গের কাঁপন
আমার হিম হৃদয়ে বাঁধলো ঘর
বিজন মণিহারী শ্রাবণ।