কথিত ব্যথ্যা হ্রদয় গভীরে
বিন্দু বিন্দু জমে চোখের আদলে
ধুলিতে আঁকি দুখকাব্য
তুমি ধর গান, আমি শুনিবো।
মেঘের ফাঁকে আলোর হাসি
তবু বিনা অজুহাতে সরজমিনে
বাজে অপয়া বিধুর বাঁশি।
বুকে আমার গুমোট কাদন
মেঘের তান্ডব সেথায় মিলায়
প্রতিঘাতের নাচন।
কি করি আমি, মন তো মানেনা
তোমারে বুকে ধরেছি
তুমি আমার মায়া।
পাঁজর ভাঙ্গিয়া খোঁজ
পথের সন্ধান,
নিশ্বাসে মোর বৈরাগী মন্ত্র
আছে পাহারায়।
মরমিয়া পক্ষী মোর
তোমার বিলোল চিত্ত পুষিয়াছি
আমি, খাঁটি স্বর্ণের পিন্জ্ঞিরায়।