বিজন গৃহে নিশীথ বাতি
তম ওষ্ঠ ছুঁয়ে নন্দিত
চোখের বারি,
আজ ভালবাসতে ইচ্ছে হচ্ছে
কুহেলী রাতের তপ্ত আলোয়
মন ভেসে যাচ্ছে,
আমারে বেঁধো না
আজ বুকের খাঁচায় ক্রোধ জমছে
শহুরে হাওয়া চিত্ত কোলে
অসমান ঢেউ তুলছে,
আমি বেপরোয়া, বেহায়া, পিশাচ
মাতাল মন উত্তাল পবন দ্বার
অরুণ লাজ দেয় না শোভা আমায়,
জীবনের কিছু সময়কে আমি আলিঙ্গনে বাঁধি
ওরা পীঁড়াদায়ক তবুও আপন
বুকে হাত রেখে বলতে চাই
ওরা আমার সহচর।