নিজেকে ভালবেসে সাজিয়েছি প্রহর
কোথাও ছিল প্রেম
কোথাও আদর
জানতে চেয়োনা কখন
বুনেছি স্বপন
সে তো ঢাকা ছিলো আলোয়ানে
বৃথাই রোদন।
অনুনয়ী আবেগ সোহাগ
শংকিত গুন্জ্ঞন
আমায় দেয়নি শোভা
বিনিদ্র শয়ন।
আয়নায় প্রতিবিম্ব যেন
অমৃত সেবন
কোথাও লুকোচুরী
কোথাও বেদন
জানতে চেয়োনা কেন
রঙ্গিলা এই মন
মায়াবী অবসন্নতায় বিবশ
সুনীল লোচন।