কবিতা তুমিকি রূপসীর রাঙ্গা ঠোঁটের হাসি?
আমি শুধু রূপসীর নয়,
সকল নারীর চোখের জল-মুখের হাসি
চুলের বেনি, হাতের চুড়ি, কপালে লাল টিপ।
সুখ বিলাতে দুঃখ ঢাকি হাসি।
কবিতা তুমিকি, বড়সাহেবের দামি লাল গাড়ি?
হাসালে আমায়...
আমি ঐ মদন মাঝীর ভাঙ্গা বাড়ি,
বেয়ারর কাধে বিয়ের পাল্কি
পুত্রহারা পিতার ঠেলাগাড়ি!
কবিতা তুমিকি নেতাজির বিশাল বাড়ি?
হ্যা আমি তাই হতাম যদি না হত
ফুটপাথে অসহায় শিশু আর নারী,
একটু খাবার এতটুকু জায়গার
হতোনা কাড়াকাড়ি।
কবিতা তুমিকি মহাজনের কাধে নবাবী শাল?
তুমি লজ্জা দিচ্ছ আমায়
আমি ঐ মুক্তিযোদ্ধার ভিক্ষার থাল
বীরাঙ্গনার সাদা শাড়ী!
তোমরা যাদের দাওনি অধিকার নিচ্ছ শুধু কাড়ি!
কবিতা তুমিকি রাজার রাজমুকুট?
আমি বৃষ্টির সকালে রুদেলা দুপুরে
কৃষকের ক্ষেতের মাঠ।
আমি বরের মাথার শাহী মুকুট
পল্লীবালার ঘাট।
কবিতা তুমিকি রাজনীতিরহীনতা?
এখানে আমাকে পরিয়েছে অনেকে
কলঙ্ককর'ই মালা,
নিজের অপবাদ আমায় দিছে
ছন্দ নামের জ্বালা।
কবিতা তুমারকি নাই প্রতিবাদী সুর?
এটা'ই আমার কাজ
তোমরা পারোনা বাজাতে আমায় সুর,
যে পেরেছে অতুল রয়েছে
অন্যায় করেছে দূর।
কবিতা তুমাকে ধন্যবাদ জেনেছি অনেক আজ...
তুমি যা জেনেছো সীমার মাঝে
আরো আছে অসীম জানিবার
জানিবে তখন, বুঝিবে যখন
যদি স্বাদ হয় জানিবার।