গাধা জনম ভরে বয়ে বোঝা
তবু হয়না বোঝার মালিক
সারা জনম ওয়াজ শুনি
ওরে ছিনলে না তর খালিক।
ঘোরিস-রে তুই মাজার মোকাম
তর মসজিদে ইমামের পিছন খালি
তুই জান্নাত খুঁজিস মুর্শিদের পায়
দেখিস নারে কোরআন হাদিস খুলি।
হক-বাতিল জান্নাতি-জাহান্নামি
বলিলে নিজেরে রাখিয়া বাকি
ওয়াজে মাছলা দিলেন দিবা-রাতি
এখন আনিলেন গজব ওয়াজের ডাকি!
ঠিক কি না বেঠিক চিল্লাও মোল্লা
আরেক মোল্লার দোষ খুঁজি
আজ তোমাদের জাহিল কোদায়
এটা নিজের কামাইল পুঁজি!
তুই জীবন দিবি দ্বিনের তরে
হুজুগে করিস ফালা-ফালি
ত'দের সামনে মুল্লা কোদায়
তোমরা বসে বসে তামাসা দেখলি!
আজ নিদানে মনে পড়ে
নজরুলের সেই গীতি-
"ফল বহিয়াছ, পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি,
লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় নাকো নুড়ি।"