ইতিহাসের রাজহাঁস
আব্দুল আজিজ সেলিম
ইতিহাসের রাজহাঁস
ডিম পাড়ে চরে।
বানের তোড়ে ভেসে যায়
তীর হিন চরে।
কোথায় যেন ডিম ছিলো
খোঁজে চরে চরে।
পাতিহাঁস দেখে সবাই
লাফা লাফি করে।
কেহ বলে রাজহাঁস
কেহ বলে না রে।
কালু বলে এই সেই রাজহাঁস
পাখা গেছে ঝরে।
যে পারো ঘরে নাও...
কাজ দিবে পরে।
কে নিবে মারামারি
করিতেছে চরে।
ঘর থেকে সোনাদানা
নিয়ে যায় চোরে।
তাই দেখে মদন মাঝি
হায় হায় করে!
এজন্য কি পার করেছি
জীবন বাজি ধরে?