দুখের হাটে
       """"""""""""""""

সুখ বুঝিনা ভবের হাটে
       দুখের বিকি চলে
দুঃখ নিয়ে মাতা মাতি
        সুখ বুঝি দুখ পেলে।
দাদা বলে সুখ ছিলো তাঁর    
       বাপ দাদার'ই কালে
বাবাও বলে সুখের'ই দিন
       গেছে কবে চলে।
আমিও ভাবি সুখ ছিলো যে
        আমার গত কালে
কেউ বুঝি না দুখের মাঝে
         সুখটা ছিলো হালে।
আলো বুঝি আঁধার রাতে
         লাভ বুঝি লস হলে
আপন দেরে'ই আপন বুঝি
         কঠিন নিদান কালে।
সবার মাঝে দুঃখ বিলাই
          সুখটা পাবো বলে
ভবের হাটে সবাই থাকি
          সুখে দুখে মিলে।