আজ আমরা মুক্ত স্বাধীন
শাসক নয় ভীনদেশী
তবে কেন নদীর স্রোতে
লাশ ভেসে যায় স্বদেশী?
কোন বিবেকে এসব দেখে
নাচে-গানে মন ভাসি।
বলো: কেমনে হই উল্লাসী?
স্বপ্ন ছিলো মুক্তি সেনার
তাঁর রক্ত ভেজা মাঠ পথে
স্বাধীন ভাবে চলবে মানুষ
মুক্ত সোনার বাংলাতে।
আজো হাটে-ঘাটে রক্তে ভাসে।
বলো: কেমনে হই উল্লাসী?