মা'গো তুমিনা বলো আমরা স্বাধীন
তাহলে বাবাকে পথে মারল কারা?
কেন বাবার চাকরি গেলো..?
কি অপরাধ সত্য চাওয়া-
স্বাধীন দেশে কথা বলা?
চুপকরে থাক, এটাই মোদের স্বাধীনতা!
মা'গ তুমিনা বলো আমরা স্বাধীন
পুলিশ নিলো ভাই'কে তুলে
সে কেন আয়'না ফিরে
যাওনা মা তাঁর খবর নিতে
কাঁদ কেন ঘরের কোনে?
চুপকরে থাক! স্বাধীন আমায় থাকতে দে'বাপ!
মা'গ তুমিনা বলো আমরা স্বাধীন-
আপুর কাপড় ফারলো কারা...
সারাগায় তাঁর রক্ত মাখা,
বলো'মা এসব করছে কারা?
চাওনি কেন বিচার তারার...
আমার স্বাধীন ঘরে তুইত জ্বালা,
সবভুলে বল আছি ভালা!
মা'গো একেমন মোদের স্বাধীনতা
জান্তে চাইলে যাও পাশ কাটি
কিছু বলতে চাইলে রাখ ডাটি!
বুঝবেনা তুই ওরে মানিক
সকল দুঃখ করছি দাফন
নাইবা থাক অঙ্গে বসন
তুই বোকে মোর থাকরে খোকন।