গাছের ডালে মাছে বাসা
নদীর জলে পাখি
এমন কথা বললে সবে
বলবে সব'ই ফাকি।
যদি বলি মানুষ চলে
ছেড়ে মানব নীতি
ভিন্ন ছলে বলবে সবে
এটাই যুগের রীতি।
যুগের যে আমরা গোঁসাই
দুষটা দেই তার গলে
নিজের তালে চলি সবে
কলির যুগ বলে!
বিবেক টারে চাপা রাখি
কুট বুদ্ধির চালে
ভাবিনা যে বুজে মানুষ
বুজায় ভিন্ন ছলে।