আমি নিজে দেখিনা
আন্যে দেখায়
আমি নিজে বলিনা
অন্যে বলায়  
আমি মানবতা।।
          
      আমি মৃত্যুর মিছিলে নিরবতা
      নিন্দাজ্ঞাপন করে বশ্যতা
      নরমের সাথে শত্রুতা                
      শক্তের সাথে বিবেক হিন নম্রতা
       আমি মানবতা।।

আমি মিছিলে বড় ব্যানার
বিশাল জনসভায় নেতাদের কথা
আমি সুবিধাভোগীদের পুরস্কার
আমি রাজা মহারাজাদের বার্তা
আমি মানবতা।।        
        
         আমি বিবেক তেজ্য
         আমি সুবিধায় তুষ্ট
          আমি নিজে জন্য নিয়ায্য
          আমায় ঘৃণা কর হে সভ্যতা
          আমি মানবতা।।