চৈএ মাসে বর্ষা আসে
শীতে লাগে গরম,
বসন্তে ডাকে ব্যাঙ যুগলে
ব্যাপার খানা চরম।
ভরা বর্ষায় বৃষ্টিত নেই
শুকনো নদীর বুক,
জ্যৈষ্ঠ মাসে ফলের আকাল
মাছের মায়ের শোক।
কমলা এখন মাল্টা মার্কা
আম হয়েছে বেল,
আলু লাগে মিষ্টি কুমড়া
জল হয়েছে তেল।
ভাইসাব এখন দাদা মশাই
ফুফু আন্টি মনি,
বাবা এখন ড্যাডি পাপা
শ্বশুর সোনার খনি।
বই হয়েছে সেকেলে বুড়ো
স্মার্টফোন এখন সব,
স্কুলের চেয়ে কোচিং ভাল
ট্যাবটা এখন ভব।
চ্যাংরা ছেলে নেতা এখন
মুরুব্বীরা অচল মাল,
নদী হয়েছে সরু নালা
মুরগির ইনচার্জ শেয়াল।
দেশটা বুঝি গোল্লায় গেল
আমরা গেলাম সিসিমপুর,
কর্তারা সব চাটায় ব্যস্ত
চেক-আপ করান সিংগাপুর।