সাতটি বছর কেটেছে কিযে দুঃসহ অনল যন্ত্রণায়,
কৃএিম হাসি দিয়ে কেটেছে বেলা, তার অপেক্ষায়
জড় বস্তুর মত থেকেছি প্রাণহীন, বৃষ্টিহীন গল্পের শুষ্কতায়
মরু প্রান্তরের মত থেকেছে ওষ্টাগত প্রান, নিষ্টুর রুক্ষতায়।
এক গগনবিদারী শূন্যতার জালে আটকে ছিলাম,
বিষন্ন মনে তার পথ চেয়ে, কিছু নির্মম পরিহাস পেয়েছিলাম
শরনার্থী হয়ে ঘুরেছি বন্দরে, মাঠ পাহাড় আর অরণ্যে
আনমনে কেটেছে বেলা, কতদিন না দেখে তরল রুপার পূর্নিমা।
উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছিলাম এক স্বর্নকেশীর মহলে,
সে জানতে চায়নি অতীত, শুধু আশ্রয় দিয়েছিল এই জনে
আকড়ে ধরে থাকতে চেয়েছিলাম কোন ভগ্ন মাস্তুল, তৃনলতা
নিস্বার্থতার পরশ বুলিয়ে মুছে দিতে ছেয়েছিল সে আমার শূন্যতা।
বুঝতে পারিনি তবু জাহাজী হয়ে ঘুরব দেশান্তরে নাকি হব ভবঘুরে
নাকি খুজব তাকে আমার জড়তার পাহাড় ডিঙ্গিয়ে
বিষাদ সিন্ধু পাড়ি দিতে লাগবে কি আমার সহচর ?
নাকি কেটে যাবে সময় এমনি করে, যেভাবে কেটেছে সাতটি বছর।