আমি যখন সাজ সকালে ছুটাই আমার তন্দ্রা ঘুড়ি,
ঘুমের মায়ার সঙ্গ ভুলে অন্যরুপে আসে পরী
আকাশ নীলে শঙ্খ চিলে, ডুব দিয়ে যায় নীলচে জলে,
বার্তা দিয়ে যায় যে ওরা কোন সে পরীর আগমনী।
আমার খেয়ায় পার হতে কে, ছুটে আসে সূদুর থেকে,
নুপুর পায়ে ছন্দ তুলে কোনসে পরী ঈষান কোনে
কিসের টানে কোন মানবী ছুটে চলে তেপান্তরে,
মেঘের হাওয়ায় চুল উড়িয়ে সে ছুটে যায় দুলকি চালে।
কফির মগে সঙ্গ দিতে পরী আসে সন্ধ্যা রাতে,
চিলেকাটার মৃদু আলোয় হাত রাখে সে আমার হাতে
গল্প বলে নীরব চোখে, উদাস দুটি দৃষ্টি মেলে,
বাবুই পাখির সবুজ নীড়ে ঘর বাধে সে আমায় নিয়ে।
ঘুমের দেশে আসে পরী রঙ্গিন যত স্বপ্ন নিয়ে,
ক্লান্ত চোখের রেশ কেটে দেয় একটুখানি ছোয়া দিয়ে
মেঘের ভেলার পালকি চড়ে, দূর দেশে যায় আমায় নিয়ে,
চাদেঁর সাথে তার মিতালি, দেখি আমি অবাক হয়ে।