ভালবেসে বিনিময়ে
চান'না কিছু যিনি,
আগলে রাখেন আঁচল দিয়ে
মমতা দিয়ে তিনি।
সংসারটা সামলে রাখেন
হরেক রকম রান্না করেন,
সন্তানদের হাসিমুখ যার
কাম্য সারাবেলা,
তিনি আমার মা।

এমন মায়ার মুখখানি তার
নেই'ত বিষাদ ছায়া,
শত কাজে ব্যস্ত থেকে ও
কমে নাতো মায়া।
এমন হীরের খনি খানি
মায়ায় ভরা হৃদয়খানি,
মমতাময়ী প্রাণ যে আমার
যেন আলোর মেলা,
তিনি আমার মা।

ভালবাসার নদী খানি
খোদার সেরা দান,
মাকে দেখে মনটা আমার
জুড়ায় যে তার প্রাণ।
তার আঁচলের ছায়াতলে
নিখাদ প্রেমের ঘ্রান যে মেলে,
ভালবাসার কমতি হয়না
সকাল, সন্ধ্যা বেলা,
তিনি আমার মা।

১৪.০৫.২০১৭