বাজারে গেলে রোজ বেড়ে যায় টেনশন
দাম শুনে গলা কাঠ, মাথা করে শনশন,
মাছের বাজারে লাগে হররোজ আগুন
সবজির দাম উর্দ্ধমুখি আলু, মুলা বেগুন।
চালের দাম শুনে মরে যায় ক্ষিধেটা
তেলের দাম বেড়ে বাজেটে বারোটা,
টেনশনে চুল শেষ টাক হয় মাথাটা
টাকা নাই পকেটে, চুল, দাড়ি আকাটা।
বাড়ি ভাড়া দিয়ে দেখি পকেটটা একা হাসে
বিদ্যুত বিলটা বেড়ে যায় মাসে মাসে,
বিলগুলোর চাপে পড়ে গলাটা হেরে কাশে
মাসের মাঝখানে, চোখেতে সর্সে আসে।
সংসারের চাপে পড়ে দিশেহারা কর্তা
প্রানটা যায় যায়, শরীর মহাশয় ভর্তা,
বেচারী বলে সোনা চিবা শুধু চিরতা
বিয়েত করবি নাকি, তুই শালা আবিয়াত্তা।