যদি কেউ ভাবে তোর কথা, সে তুই
যদি কেউ চায় তোর বন্ধুতা, সে ও তুই
তবুও কেন ভাবিস তুই একা এই রংমহলে
সব বিষাদ কেন ছুয়ে যাবে তোকে, বেখেয়ালে।
যদি কেউ মজে তোর উচ্ছাসে সে তুই
যদি কেউ কাদেঁ তোর বিষাদে সে তুই
তবু কেন চেপে যাওয়া শীতল দীর্ঘশ্বাসে
ফেরারী স্বপ্নের মৃত্যুযাত্রা কেন অকাতরে।
যদি কেউ খুজে তোকে স্বপ্নডানায় সে তুই
যদি কেউ কাদাঁয় তোকে অবেলায় সে তুই
তবু কেন মিথ্যে লুকোচুরি, নিষ্ঠুর অহমিকা
ইচ্ছে নদীর উল্টো স্রোতে কেন দাড়টানা।
যদি কেউ দেখে তোকে আমার চোখে সে তুই
যদি কেউ লিখে বুকে উড়ো চিঠি সে ও তুই
তবু কেন পড়বে চিঠি অন্য কারো ডাকবাক্সে
ভেবে তুই দেখবি কবে, কত ছুটবি বেখেয়ালে।
যদি কেউ ভায়োলিনে তুলে প্রিয় সুর সে তুই
যদি কেউ ছুটে আমার পিছু রোজ সেও তুই
তবু কেন আল্পনা হাতে কাঁপে ভীরু দুটি হাত
রংতুলির আচড় কেটে কেন কেটে যাবে নির্ঘুম রাত।